[16:43] abhra, কেমন আছেন? [16:44] আমি ভালো।আপনি? [16:44] এই তো আছি [16:44] ভাল-মন্দ মিলিয়ে [16:44] :D [16:44] :) [16:45] তারপর। দিনকাল কেমন কাটছে আপনার? [16:45] মোটামুটি [16:46] abhra, সুচিত্রা সেন সম্পর্কে আপনার মতামত কী? [16:47] আমি ব্যাক্তিগতভাবে উনার ব্যাপারে খুবই আগ্রহী [16:47] উত্তমকুমার, সুচিত্রা সেন - এরা একটা সময় বাঙালীদের অনুপ্রেরণা জুগিয়েছেন [16:48] :) [16:48] আর কোন অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে এমন আগ্রহে পূর্বে জন্মেছে বলে মনে করতে পারছি না [16:48] সেটা ঠিক আছে [16:48] কিন্তু সুচিত্রা সেন কে আমার আালাদা মনে হয় [16:48] বিশেষ করে উনার ব্যাক্তিত্ব [16:48] আগের কথা জানি না, তবে পরে তো হয়নি [16:48] হুমম [16:49] abhra, সুচিত্রা সেনের কী কোন ডায়রী বা আত্মজীবনি প্রকাশ হয়েছে বা হতে যাচ্ছে? [16:55] abhra, আছেন? [17:00] খোজ নিয়ে জানাবো [17:00] তবে সমভবত নেই [17:00] বা কখনো জানলে জানাবেন :) [17:00] আমিও তাই ধারণা করছি [17:01] বা থাকলেও হয়ত অপ্রকাশিত থাকবে [17:02] উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনের শেষ দিন গুলো media/press থেকে আলাদা থাকার। [17:02] হ্যাঁ সেটা জানতে পেরেছি [17:02] ওনার শেষদিকের কোন ছবিও পাওয়া যায় না [17:02] উনার সম্পর্কে অনেক পড়েছি [17:03] শেষ ছবি হচ্ছে voter id card তৈরীকরার সময় [17:03] শুনেছি [17:04] কিন্তু সেটা তো পাবলিকালি প্রকাশ পায়নি, তাইনা? [17:05] না আনন্দবাজারে ছেপেছিলো।খুব রেগে গেছিলেন। [17:05] সুচিত্রা সেন সম্পর্কে আমার ছোট্ট অনুভূতিটুকু লিখেছিলাম http://rezbd.wordpress.com/2014/01/24/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/ [17:05] Title: "সুচিত্রা সেন | অব্যক্ত দিনলিপি" - http://tinyurl.com/keo2h3s